ভালেন্সিয়ার জরিমানা, মেসিদের জন্য সতর্কতা

লিওনেল মেসি, নেইমারদের উপর বোতল ছোড়ার ঘটনায় ভালেন্সিয়াকে দেড় হাজার ইউরো জরিমানা করেছে স্পেনের ফুটবল ফেডারেশন। দর্শকদের প্ররোচিত করার জন্য বার্সেলোনার খেলোয়াড়দেরও সতর্ক করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 05:07 PM
Updated : 27 Oct 2016, 09:13 AM

গত শনিবার লা লিগার ম্যাচে যোগ করা সময়ে লিওনেল মেসির পেনাল্টি থেকে করা গোলে ভালেন্সিয়াকে ৩-২ ব্যবধানে হারায় বার্সেলোনা। জয়সূচক গোল উদযাপনের সময় মেসি-নেইমারদের ওপর বোতল ছুঁড়ে মারে ভালেন্সিয়া সমর্থকরা। 
 
এই শাস্তির বিরুদ্ধে আপিল করার জন্য ১০ দিন সময় পাবে ভালেন্সিয়া। 
 
নিন্দনীয় আচরণের জন্য ফুটবল ফেডারেশনের রিপোর্টে বার্সেলোনার খেলোয়াড়দের সমালোচনা করা হয়। পেনাল্টি থেকে ম্যাচের শেষ মুহূর্তে গোল করার পর বার্সেলোনার খেলোয়াড়দের উদযাপনকে অখেলোয়াড়সুলভ আচরণ বলে মনে হয়েছে কর্তৃপক্ষের।