‘ঘুরে দাঁড়াবে দি মারিয়া’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2016 08:10 PM BdST Updated: 25 Oct 2016 08:10 PM BdST
বাজে সময় কাটিয়ে আনহেল দি মারিয়া শিগগিরই ফর্মে ফিরবেন বলে বিশ্বাস করেন তার পিএসজি সতীর্থ চিয়াগো মোত্তা।
গত মৌসুমে পিএসজির হয়ে ভালো খেললেও চলতি মৌসুমের শুরুটা ভালো করতে পারেননি আর্জেন্টিনার মিডফিল্ডার দি মারিয়া। এর জন্য তাকে বেশ সমালোচিতও হতে হয়েছে।
বিন স্পোর্টসকে পিএসজির মিডফিল্ডার মোত্তা বলেন, “তার প্রতি বিশ্বাস আছে সবার-কোচের আর সতীর্থদের।”
“আমরা জানি সে কী করতে পারে আর এই কারণেই আমরা সব সময় আনহেলের সেরাটা দেখতে চাই।”
পুরো দল ভালো খেললে দি মারিয়াও ভালো খেলবেন বলে মনে করেন মোত্তা।
“যদি দল উন্নতি করে, আনহেলও তখন আগে যেমন খেলত সেরকম খেলবে।”
“আমরা যখন গোল পাই না, এটা তখন দলীয় সমস্যা। আক্রমণভাগের খেলোয়াড়দের গোলের সুযোগ তৈরি করে দিতে আমাদের আরও ভালো করতে হবে।”
ফরাসি লিগ ওয়ানে ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘কঁতে আমাদের নেইমার-এমবাপে’