চ্যাম্পিয়নশিপ লিগ দিয়ে ফিরছে চট্টগ্রাম মোহামেডান

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ দিয়ে ২০১০-১১ মৌসুমের পর আবার ঘরোয়া ফুটবলে ফিরছে চট্টগ্রাম মোহামেডান। আগামী শনিবার থেকে শুরু হবে দ্বিতীয় স্তরের এই প্রতিযোগিতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 01:07 PM
Updated : 24 Oct 2016, 01:07 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সোমবার ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নশিপ লিগের লোগো উন্মোচন করা হয়। আট দলের এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ।
 
টিএন্ডটি ক্লাব মতিঝিল, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, বাংলাদেশ পুলিশ, কাওরান বাজার প্রগতি সংঘ, চট্টগ্রাম মোহামেডান ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড এবারের আসরে খেলবে। 
 
চ্যাম্পিয়ন দল পরের মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবে।
 
২০১০-১১ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া চট্টগ্রাম মোহামেডান আর চ্যাম্পিয়নশিপ লিগে খেলেনি।
 
আট দলের মধ্যে সাইফ স্পোর্টিং ক্লাব ও কারওয়ান বাজার প্রগতি সংঘ প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলছে।
 
সংবাদ সম্মেলনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানান দুই ভেন্যুতে ম্যাচগুলো হবে।
 
“আটটি দল নিয়ে চতুর্থবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। লিগের ম্যাচগুলো কমলাপুর ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আশা করছি, প্রিমিয়ার লিগ শেষ হওয়ার আগেই এই লিগ শেষ করতে পারব।”