মোরাতায় মুগ্ধ জিদান

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দলের জয়সূচক গোল করা আলভারো মোরাতার খেলায় মুগ্ধ জিনেদিন জিদান। স্পেনের এই স্ট্রাইকারকে আরও বেশি খেলানোর কথা ভাবছেন রিয়াল মাদ্রিদের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 12:36 PM
Updated : 24 Oct 2016, 12:36 PM

ইউভেন্তুসে দুই মৌসুম কাটিয়ে এ বছরই আবার রিয়ালে ফেরেন ২৪ বছর বয়সী মোরাতা। তবে আক্রমণভাগে ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমা আর গ্যারেথ বেল সমৃদ্ধ রিয়ালের শুরুর একাদশে খেলার সুযোগ খুব বেশি পাচ্ছেন না তিনি। 
 
চলতি মৌসুমে রিয়ালের হয়ে লা লিগায় ৯টি ম্যাচ খেলা মোরাতা কেবল চারটি ম্যাচেই শুরুর একাদশে খেলেন। রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষেও বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে তার ৮৩তম মিনিটের গোলেই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
 
এই নিয়ে চলতি মৌসুমে লা লিগায় দুটি গোল করা মোরাতাকে প্রশংসায় ভাসান জিদান। 
 
“মোরাতা আরও খেলার সুযোগ পাবে, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের এক সঙ্গে কাজ করে যেতে হবে। প্রত্যেকের মতোই মোরাতাও খেলার সুযোগ পাবে।”