ইউভেন্তুসকে হারাল মিলান

প্রায় চার বছর পর ইউভেন্তুসকে হারিয়েছে এসি মিলান। সেরি আয় গত মৌসুমের চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে সান সিরোর দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 08:20 AM
Updated : 23 Oct 2016, 08:20 AM

শনিবার রাতে মিলানের জয়ের নায়ক মানুয়েল লোকাতেল্লি। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। এর আগে ২০১২ সালের নভেম্বরে শেষবার ইউভেন্তুসকে হারিয়েছিল মিলান।

ম্যাচের শুরুর দিকে মিরালেম পিয়ানিচের দুর্দান্ত ফ্রি-কিকে বল জালে জড়ালে উল্লাসে মাতে ইউভেন্তুসের খেলোয়াড়েরা। কিন্তু রেফারির অফসাইডের সিদ্ধান্তে তাদের উচ্ছ্বাস থেমে যায়।

৬৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন লোকাতেল্লি। ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের জোড়ালো শটে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান ইতালির ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে মিলান। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টানা পাঁচ বারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস।