দুই মাসের জন্য মাঠের বাইরে বার্সা অধিনায়ক

ভালেন্সিয়ার বিপক্ষে জয়ের দিন বার্সেলোনার জন্য হতাশা হয়ে এসেছে আন্দ্রেস ইনিয়েস্তার চোট। ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তারকা এই মিডফিল্ডারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 06:51 AM
Updated : 23 Oct 2016, 07:00 AM

লিওনেল মেসির জোড়া গোলে গত শনিবার ভালেন্সিয়ার মাঠ থেকে ৩-২ ব্যবধানে জিতে লা লিগা চ্যাম্পিয়নরা।

মেসির গোলে ২২তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দ্রুত দুই গোল করে লুইস এনরিকের দলকে পেছনে ফেলে ভালেন্সিয়া। তবে যোগ করা সময়ে মেসির পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

ম্যাচের ত্রয়োদশ মিনিটেই বড় ধাক্কা খায় বার্সেলোনা। এনসো পেরেসের ট্যাকলে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয় ইনিয়েস্তাকে। বার্সেলোনায় ফেরার পর মেডিক্যাল পরীক্ষা শেষে কাতালান ক্লাবটি তাদের অধিনায়কের চোটের বিষয়টি নিশ্চিত করে।

বার্সেলোনা জানায়, ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ইনিয়েস্তাকে।