রোনালদো না, মেসিই সেরা: তিতে

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, এ তর্ক হরহামেশাই ওঠে। সেরার প্রশ্নে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকেই বেছে নিয়েছেন তিতে। কারণ ব্যাখ্যায় ব্রাজিলের এই কোচ জানিয়েছেন মেসির মধ্যে ‘বিশেষ গুণ’ থাকার কথা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 06:28 PM
Updated : 22 Oct 2016, 06:28 PM

বাংলাদেশ সময় ১১ নভেম্বর ভোরে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষ দলের ফরোয়ার্ডকে সেরা বললেন ব্রাজিল কোচ।

“কিন্তু আজ, আমার কাছে মেসিই সেরা। ফুটবলে নতুন কিছু আনার বিশেষ গুণ তার আছে। তার মান ও গুণগুলোর কারণে তার বিপক্ষে খেলা আমাদের জন্য চ্যালেঞ্জিং।”

রোনালদো ও নেইমারকেও প্রশংসা করতে ভোলেননি ব্রাজিল কোচ, “তারাই সেরা তিন। এটা নতুন কিছু নয়, তারা সেরা তিন এবং এর আগে ব্যালন ডি’অরের জন্য তাদের পছন্দ করা হয়েছিল।”

“সময়ের হিসেবে মেসি এবং রোনালদো কাছাকাছি, একজন ২৯ বছর বয়সী এবং অন্যজন ৩১ বছর বয়সী। নেইমার একজন উন্নতির পথে থাকা আর বেড়ে উঠতে থাকা একজন খেলোয়াড়।”

রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। ৫ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে  আর্জেন্টিনা।