সিটিতে আগুয়েরোর ভবিষ্যৎ নিয়ে ওঠা প্রশ্নে ক্ষুব্ধ গুয়ার্দিওলা

ম্যানচেস্টার সিটিতে আর্জেন্টিনার স্ট্রাইকার সের্হিও আগুয়েরোর ভবিষ্যৎ নেই বলে করা গণমাধ্যমের খবরে চটেছেন কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 04:47 PM
Updated : 21 Oct 2016, 04:48 PM

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে চলতি মৌসুমে ১১ গোল করা আগুয়েরোকে বার্সেলোনার বিপক্ষে বেঞ্চে বসিয়ে রাখেন গুয়ার্দিওলা। কাম্প নউ থেকে সিটি ৪-০ গোলে হেরে আসে। এরপরই ইংল্যান্ডের কয়েকটি গণমাধ্যমে বলা হয় গুয়ার্দিওলার ভবিষ্যৎ পরিকল্পনায় আগুয়েরো নেই। 
 
বার্সেলোনার বিপক্ষে ম্যাচে মাঝ মাঠের শক্তি বাড়াতে আগুয়েরোকে বেঞ্চে বসিয়ে রাখতে হয়েছিল জানিয়ে গণমাধ্যমের খবরে ক্ষোভ প্রকাশ করেন গুয়ার্দিওলা।
 
“আমি দুঃখিত কিন্তু সের্হিও আগুয়েরো যখন সিটি ছাড়ার সিদ্ধান্ত নেবে, এটা তার সিদ্ধান্ত হবে। একজন ফুটবলার হিসেবে আমি তাকে মূল্যায়ন করি। এখানে সে যা করেছে এবং একজন মানুষ হিসেবেও আমি তাকে মূল্যায়ন করি।”
 
“পরের বার আপনারা মতামত দেওয়ার আগে আমাকে ফোন করতে পারেন। সে আমার পরিকল্পনায় আছে বা নেই, এ নিয়ে লেখার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা আমাকে ফোন করতে পারেন।”