সিটির ব্রাভোর পাশে বার্সার টের স্টেগেন

বার্সেলোনা ছাড়ার পর এই প্রথম কাম্প নউতে ফিরেছিলেন ক্লাওদিও ব্রাভো। তবে ম্যানচেস্টার সিটির হয়ে কাতালান ক্লাবটির বিপক্ষে ম্যাচটি ভালো কাটেনি এই গোলরক্ষকের। ম্যাচটিতে বার্সেলোনার গোল পোস্টের নিচে দাঁড়ানো মার্ক-আন্ড্রে টের স্টেগেন অবশ্য সাবেক এই সতীর্থের পাশেই আছেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 12:14 PM
Updated : 20 Oct 2016, 12:14 PM

কাম্প নউ থেকে গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি ৪-০ গোলে হেরে আসে সিটি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ডি-বক্সের বাইরে হাত দিয়ে বল ধরে লাল কার্ড দেখেন ব্রাভো। 

ম্যাচ শেষে টের স্টেগেন বলেন, “আমি আর ব্রাভো অন্য বিষয়গুলো নিয়ে কথা বলেছি; এগুলো হয়েই থাকে-গোলরক্ষকদের জীবন এ রকমই।”।

“লাল কার্ডটির আগ পর্যন্ত আমাদের সমস্যা হয়েছে। প্রথমে এটা একটি কঠিন ম্যাচ ছিল, কিন্তু অবশেষে আমরা অনেক গোল করতে পেরেছি। আমাদের জন্য এটা খুব ভালো ছিল।”

অসাধারণ এক হ্যাটট্রিক করে বার্সেলোনাকে জয় এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন লিওনেল মেসি। পাঁচ বারের বর্ষসেরা খেলোয়াড়কে প্রশংসায় ভাসান টের স্টেগেন। 

“আমাদের খেলার ধরনে লিও মেসি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তবে আমাদের আরও অনেক খেলোয়াড় আছে, যারা গোল করতে পারে।”