বার্সার কাছে হার সবচেয়ে বাজে মানতে নারাজ গুয়ার্দিওলা

সাবেক ক্লাব বার্সেলোনার মাঠে ফেরাটা মোটেই সুখকর হয়নি পেপ গুয়ার্দিওলার। কাতালান দলটির কাছে উড়ে গেছে তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। তবে এই হার তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে নয় বলে দাবি করেছেন স্পেনের এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 08:37 AM
Updated : 20 Oct 2016, 08:37 AM

লিওনেল মেসির হ্যাটট্রিকে গত বুধবার রাতে কাম্প নউতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-০ গোলে জেতে বার্সেলোনা।

তবে এই ম্যাচ নয়, ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের কাছে তার তখনকার দল বায়ার্ন মিউনিখের ৪-০ গোলের হারটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে বলে উল্লেখ করেন গুয়ার্দিওলা।

“বায়ার্নের হয়ে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়া ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে। পুরো পরিস্থিতি আর শুরুর একাদশ নিয়ে আমার ভুলের বিষয় ছিল সেটা।”

“২০১৪ সালে বায়ার্ন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কিন্তু আমরা (সিটি) করেছি, আমরা এক বা দুটি গোল করার সুযোগ তৈরি করেছি।”

স্পেনের ক্রীড়া দৈনিক এএসকে গুয়ার্দিওলা বলেন, “বার্সা আপনাকে শাস্তি দিতে পারে, তাদের মান অনেক বেশি। গোলের বিষয় ছাড়া বাকিটা আমরা নিয়ন্ত্রণ করেছি।”

‘সি’ গ্রুপে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোন। দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৪।