চ্যাম্পিয়ন্স লিগে গোলের রেকর্ড মেসির

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দেওয়ার ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক কীর্তি গড়েছেন লিওনেল মেসি। প্রতিযোগিতার ইতিহাসে ঘরের মাঠে সর্বোচ্চ ৫০ গোল বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 10:09 PM
Updated : 19 Oct 2016, 10:26 PM

বুধবার রাতে কাম্প নউয়ে ইংল্যান্ডের ক্লাবটিকে ৪-০ ব্যবধানে হারাতে প্রথম তিনটি গোল করেন মেসি। তাতে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে আর্জেন্টিনা অধিনায়কের গোলসংখ্যা দাঁড়ায় ৫০টি।

রেকর্ডটি গড়ার পথে মেসি ছাড়িয়ে যান রিয়াল মাদ্রিদ ও শালকের তারকা রাউল গনসালেসকে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে সাবেক এই স্প্যানিশ ফরোয়ার্ডের গোল ছিল ৪৯টি।

এবারের আসরের এই নিয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই হ্যাটট্রিক করলেন মেসি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় তার মোট গোল হলো ৮৯টি।