দলের ২ রকম পারফরম্যান্সে ক্ষুব্ধ লেস্টার কোচ

মৌসুমের শুরু থেকে লেস্টার সিটিকে ভিন্ন দুই চেহারায় দেখা যাচ্ছে। প্রিমিয়ার লিগে বারবার হোঁচট খাওয়া দলটিই চ্যাম্পিয়ন্স লিগে ছুটে চলেছে অদম্য গতিতে। ইউরোপ সেরার মঞ্চের দারুণ পারফরম্যান্স লিগে টেনে নিতে না পারায় বেশ চটেছেন ক্লাওদিও রানিয়েরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 04:10 PM
Updated : 19 Oct 2016, 04:10 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মঙ্গলবার রাতে রিয়াদ মাহরেজের নৈপুণ্যে এফসি কোপেনহেগেনকে ১-০ গোলে হারায় ইপিএলের গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়া দলটির প্রতিযোগিতায় এটা টানা তৃতীয় জয়।

তিন ম্যাচের শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে ‌‘জি’ গ্রুপের শীর্ষে থাকা দলটি শেষ তিন ম্যাচের আরেকটিতে জিতলেই সেরা ষোলোতে উঠে যাবে।

কিন্তু প্রিমিয়ার লিগে ঠিক এর উল্টো অবস্থা লেস্টারের। প্রথম আট ম্যাচে চারটিতে হেরে বসা দলটি ৮ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে রয়েছে। শিরোপা ধরে রাখার অভিযানে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এরই মধ্যে ১১ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা।

কোচ রানিয়েরি মনে করিয়ে দিলেন, প্রিমিয়ার লিগই তাদের কাছে সবার আগে।      

“এক দিক থেকে আমি আমার দল নিয়ে গর্বিত। কিন্তু অন্যদিকে, যখন প্রিমিয়ার লিগের কথা ভাবি, আমি খুব, খুব রাগান্বিত হই।”

“আমার ক্যারিয়ারে এরকম হয়েছে। যখন আপনি প্রথমবারের মতো বড় প্রতিযোগিতায় যাবেন, ভালো করবেন। কিন্তু নিজের প্রতিযোগিতায় আপনি কিছু হারিয়ে ফেলবেন।”

“আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন তখন আপনি উজ্জ্বীবিত, খুবই স্মার্ট এবং সব পরিস্থিতিতে মনোযোগী। চ্যাম্পিয়ন্স লিগে আপনি মানসিক শক্তির পুরোটা ব্যবহার করবেন।”

“বিষয়টা আমরা পরিবর্তন করতে চাই, কারণ প্রিমিয়ার লিগই আমাদের কাছে আগে।”