‘সিটিকে বার্সার মতো করে তুলেছেন গুয়ার্দিওলা’
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2016 07:57 PM BdST Updated: 18 Oct 2016 08:26 PM BdST
ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইয়ে নামার আগে তাদের শক্তির প্রশংসা করেছেন জেরার্দ পিকে। স্পেনের এই ডিফেন্ডারের মতে, পেপ গুয়ার্দিওলা যোগ দেওয়ার পর থেকে ইংলিশ ক্লাবটির খেলার ধরন এখন অনেকটাই বার্সেলোনার মতো।
২০০৮-২০১২ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার সময় কোচিং ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটান গুয়ার্দিওলা। তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ কাতালান ক্লাবটিকে মোট ১৪টি শিরোপা জেতান তিনি।
বার্সেলোনা ছাড়ার পর প্রতিপক্ষ দলের কোচ হয়ে এবার দ্বিতীয়বারের মতো কাম্প নউয়ে যাচ্ছেন গুয়ার্দিওলা। মাঝে তিন বছর মেয়াদে বায়ার্ন মিউনিখে থাকার সময় প্রথম কাম্প নউয়ে গিয়েছিলেন। ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগের সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল গুয়ার্দিওলার বায়ার্ন।
বায়ার্ন অধ্যায় শেষে চলতি মৌসুমের শুরুতে সিটিতে যোগ দেন গুয়ার্দিওলা। আর দায়িত্বের শুরুতেই দলটিতে তিনি বড় ভূমিকা রেখেছেন বলে মনে করছেন পিকে।
ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে পিকে বলেন, “ম্যাচগুলো খুব বড়, এই ম্যাচগুলোয় আমাদের সর্বোচ্চটা দিতে হবে। আগের মৌসুমের চেয়ে ভিন্ন এক সিটির বিপক্ষে খেলব আমরা।”


গুয়ার্দিওলার অধীনে পাল্টে যাওয়া সিটির শক্তির বিষয়ে সতর্ক পিকে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী।
“এটা খুব চ্যালেঞ্জিং একটা ম্যাচ হবে এবং আশা করি, আমরা জিততে পারব।”
“সিটি অনেকটাই আমাদের মতো খেলে। তারা (আমাদের উপর) চাপ সৃষ্টি করবে। সামর্থ্যের প্রদর্শনীতে ম্যাচটি ভালো চ্যালেঞ্জিং হবে। জয়ের হিসেবে এখনও আমরা উপরে আছি।”
বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় কাম্প নউয়ে শুরু হবে ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি।
গত তিন বছরে মোট চারবার মুখোমুখি দেখা হয়েছে দল দুটির। ইউরোপ সেরার প্রতিযোগিতায় হওয়া ওই সবকটি ম্যাচেই জিতেছে বার্সেলোনা।
এবারের আসরে এখন পর্যন্ত হওয়া গ্রুপ পর্বের দুই রাউন্ডেই জিতেছে স্পেনের ক্লাবটি। প্রথম ম্যাচে সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ২-১ গোলে হারায় তারা।
অন্যদিকে, বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৪-০ ব্যবধানে হারিয়ে শুরু করা সিটি দ্বিতীয় রাউন্ডে সেল্টিকের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে।
দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে সিটি।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ