বার্সেলোনাকে হারানো সম্ভব: নলিতো

বার্সেলোনাকে শক্তিশালী দল মানলেও তাদের হারানো সম্ভব বলে মনে করেন নলিতো। নিজেদের উপর বিশ্বাস রেখে সতীর্থদের ভয়হীন খেলার পরামর্শ দিয়েছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2016, 11:44 AM
Updated : 18 Oct 2016, 02:25 PM

কাম্প নউতে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি খেলতে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। 

চলতি মৌসুমে সিটিতে নাম লেখানো নলিতোর এর আগে বার্সেলোনাকে হারানোর অভিজ্ঞতা আছে। গত মৌসুমে কাতালান ক্লাবটির বিপক্ষে সেল্তা ভিগোর ৪-১ ব্যবধানের জয়ে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন স্পেনের এই ফরোয়ার্ড।

বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়াতে বেড়ে উঠা নলিতো সাংবাদিকদের বলেন, “তারা খুব শক্তিশালী, কিন্তু আমাদের মাঠে নামতে হবে আর যত ভালোভাবে পারি নিজেদের কাজটা করতে হবে। প্রত্যেক দলকে শ্রদ্ধা করতে হবে আমাদের, কিন্তু কোনো প্রতিপক্ষকেই ভয় নেই। আমাদের ভাবতে হবে যে কোনো দলকেই হারানো সম্ভব। এর মধ্যে বার্সেলোনাও আছে।”

“ব্যক্তিগতভাবে আমি কাউকে ভয় পাই না, তাই খেলার সুযোগ পেলে আমি দলকে ৩ পয়েন্ট এনে দিতে সাহায্য করার চেষ্টা করব।”