বার্সায় ভীত নন সিটির ডি ব্রুইন

লিওনেল মেসিকে আটকানো নিয়ে সের্হিও আগুয়েরো চিন্তিত হলেও তেমন কোনো ভাবনা নেই কেভিন ডি ব্রুইনের। বেলজিয়ামের এই ফরোয়ার্ড জানিয়েছেন, তার দল ম্যানচেস্টার সিটি কোনোরকম ভীতি ছাড়াই বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ে নামবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2016, 01:36 PM
Updated : 17 Oct 2016, 03:48 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সঙ্গে গত তিন বছরে চারবারের মুখোমুখি লড়াইয়ে সবকটিতে হেরেছে সিটি। দলটির সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়; সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে জিততে পারেনি তারা।

তবে কোনোকিছুতেই আত্মবিশ্বাস হারাচ্ছেন না ডি ব্রুইন। তার বিশ্বাস, দল এখনও ভালো খেলছে এবং গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে কোচ পেপ গুয়ার্দিওলার তাদের প্রস্তুত করে তুলবেন।

“ট্রেনারের নিজস্ব আইডিয়া আছে- সেটা আমরা ঠিক জানি না, কিন্তু খুব ভালো কিছু হতে পারে। আমরা ভয় পাই না।”

বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় কাম্প নউয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের ‌‘সি’ গ্রুপের ম্যাচটি।

জার্মানির বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্ব শুরু করা ইংল্যান্ডের ক্লাব সিটি পরের ম্যাচে স্কটিশ ক্লাব সেল্টিকের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল।