স্পটকিকে আগুয়েরোতেই আস্থা গুয়ার্দিওলার

সের্হিও আগুয়েরো স্পটকিক থেকে পর পর দুই ম্যাচে গোল করতে ব্যর্থ হলেও তাতে খুব একটা চিন্তিত নন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচ জানিয়েছেন, বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি পেলে আর্জেন্টিনার এই স্ট্রাইকারের উপরই আস্থা রাখবেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2016, 11:34 AM
Updated : 17 Oct 2016, 11:34 AM

গত সপ্তাহে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি আগুয়েরো। এরপর শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে সিটির ১-১ গোলে ড্র ম্যাচেও স্পটকিকে বল জালে পাঠাতে ব্যর্থ হন তিনি।

আগুয়েরো গত অগাস্টেও চ্যাম্পিয়ন্স লিগে স্টুয়া বুখারেস্টের বিপক্ষে একই ম্যাচে দুবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন।

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন ওঠে, বুধবার হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি পেলে শট কে নেবেন। জবাবে গুয়ার্দিওলার সরাসরি কিছু না বললেও আগুয়েরোর প্রতি বিশ্বাস আছে বলে জানান।

“আমি ওইসব খেলোয়াড়দের ভালোবাসি যাদের পেনাল্টি নেওয়ার ব্যক্তিত্ব আছে।”

“সে বুদ্ধিমান। যখন সে (পেনাল্টি নেওয়ার মতো) আত্মবিশ্বাস পাবে না, তখন এক ধাপ পিছিয়ে যাবে এবং আরেক জন পেনাল্টিটা নেবে।"

কাম্প নউয়ে পেনাল্টি নেওয়ার মতো ব্যক্তিত্ব আগুয়েরোর আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গুয়ার্দিওলা বলেন, ‘হ্যাঁ’।

বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় বার্সেলোনার মাঠে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি।