ম্যাকাওয়ে ৫৭তম সিদ্দিকুর

শুরুর দুই রাউন্ডে ভালো কিছুর সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু শেষ দুই রাউন্ডে ছন্দ হারিয়ে ৫৭তম স্থানে থেকে ম্যাকাও ওপেন শেষ করেছেন সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2016, 05:15 PM
Updated : 16 Oct 2016, 05:15 PM

ম্যাকাও গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে একটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে দুই শট বেশি খেলেন বাংলাদেশের সেরা এই গলফার।

ইন্দোনেশিয়ান মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়া সিদ্দিকুর ম্যাকাওয়ে ভালো শুরু করেছিলেন। দ্বিতীয় রাউন্ড শেষে সব মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে তিন জনের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে উঠে আসেন। কিন্তু তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ছয় শট বেশি খেলে ৫৩তম স্থানে নেমে যান তিনি।

পারের চেয়ে ১৬ শট কম খেলে ১১ লাখ ডলার প্রাইজমানির এ আসরে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের পাভিত তাংকামোলপ্রাসের্ত।