আত্মবিশ্বাস ফিরে পাওয়া জোড়া গোলে খুশি ইসকো

সম্প্রতি সময়টা ভালো যাচ্ছিল না ইসকোর। তবে রিয়াল বেতিসের বিপক্ষে দুর্দান্ত খেলে জোড়া গোল পাওয়ায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2016, 02:54 PM
Updated : 16 Oct 2016, 02:56 PM

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা চারটি ম্যাচ ড্র করার পর গত শনিবার লা লিগায় বেতিসের মাঠ খেকে ৬-১ গোলে জিতে আসে রিয়াল। ইসকো ছাড়াও স্কোরশিটে নাম লেখান রাফায়েল ভারানে, করিম বেনজেমা, মার্সেলো ও ক্রিস্তিয়ানো রোনালদো।

চলতি মৌসুমে মাত্র দুটি ম্যাচেই রিয়ালের শুরুর একাদশে খেলার সুযোগ পান ইসকো। আন্তর্জাতিক বিরতির আগে লিগে সবশেষ ম্যাচে এইবারের সঙ্গে রিয়ালের ১-১ গোলে ড্র ম্যাচে ঘরের মাঠে সমর্থকদের দুয়ো শুনতে হয় স্পেনের এই মিডফিল্ডারকে।

২৪ বছর বয়সী এই মিডফিল্ডার সম্প্রতি জানিয়েছিলেন, আরও বেশি ম্যাচ খেলার জন্য আগামী গ্রীষ্মে রিয়াল ছাড়তে পারেন তিনি।

বেতিসের বিপক্ষে ম্যাচ শেষে ইসকো বলেন, “আমি কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলাম। সম্প্রতি ছন্দের অভাবেও ভুগছিলাম আমি। কিন্তু আজকের ম্যাচটি নিয়ে আমি খুব খুশি।… কোচ আমার উপর আত্মবিশ্বাস রেখেছেন। আমি জানতাম প্রতিদিন আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।”