শিষ্যদের খেলায় সন্তুষ্ট এনরিকে

দেপোর্তিভোর বিপক্ষে শিষ্যদের খেলায় সন্তুষ্ট লুইস এনরিকে। ম্যাচটিতে মেসি-নেইমার-পিকেরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছেন বলে জানিয়েছেন বার্সেলোনার কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2016, 10:35 AM
Updated : 16 Oct 2016, 10:44 AM

নিজেদের মাঠে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জেতে বার্সেলোনা। রাফিনিয়া করেন জোড়া গোল। এ ছাড়া লক্ষভেদ করেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেস।

ম্যাচ শেষে এনরিকে বলেন, “আমরা জানতাম ম্যাচটিতে কী করতে হবে। খেলোয়াড়রা এগিয়ে এসেছিল আর তাদের যা করার দরকার ছিল তা করেছে।”

“তারা (দেপোর্তিভো) গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেনি। আমরা গোলের সুযোগ তৈরি করেছি। এটাই আমরা করতে চেয়েছিলাম এবং করেছিও।”

গত দুই মৌসুমে কাম্প নউ থেকে ড্র করে ফিরেছিল দেপোর্তিভো। এবার তাই বেশ সতর্ক ছিল বার্সেলোনা।

“গত মৌসুমগুলোয় দেপোর্তিভোর বিপক্ষে করা ভুলগুলো এবার আমরা এড়াতে চেয়েছিলাম। চতুর্থ গোল করে দ্বিতীয়ার্ধের গোড়ার দিকে ম্যাচ শেষ করে দিয়েছি আমরা।”

চোট কাটিয়ে মেসি ফেরায় স্বস্তি পাওয়ার কথা জানান বার্সেলোনা কোচ। এ ছাড়া জোড়া গোল করা ব্রাজিলের মিডফিল্ডার রাফিনিয়াকে প্রশংসায় ভাসান তিনি।

“এটা দারুণ যে রাফিনিয়া আর অন্যরা একটির বেশি পজিশনে খেলতে আর ভালো করতে পারে।”