ইউক্রেইনের ক্লাবটির দাবি, ফিফার সিদ্ধান্তের জন্য তাদের প্রায় ৪ কোটি ইউরো ক্ষতি হয়েছে।
নানা মন্তব্য করে নিয়মিতই খবরের শিরোনাম হয়েছেন বার্সেলোনার সেন্টার-ব্যাক পিকে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের বৈরিতা লড়াইটা মজার করে তোলে বলে মনে করেন পিকে।
“আমি স্বীকার করছি যে আমি খোঁচাতে পছন্দ করি, আমি চাই নিখাদ খেলাসুলভ উত্তেজনা থাকুক।”
টিভি থ্রিকে পিকে বলেন, “আমি মনে করি, এটা ছাড়া মানুষ ফুটবল পছন্দ করবে না। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া খেলাটিতে বাঁচা-মরার সেই অনুভূতি থাকবে না, এক ম্যাচে সবকিছু নির্ধারণ হয়ে যাওয়ার অনুভূতি থাকবে না।”
লা লিগায় বার্সেলোনা তাদের পরের ম্যাচটি নিজেদের মাঠে শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলবে। একই দিন রিয়াল মাদ্রিদ খেলবে রিয়াল বেতিসের মাঠে।
রিয়াল-বার্সেলোনার পরের দ্বৈরথটি কাম্প নউতে হবে আগামী ১২ ডিসেম্বর।