শেখ রাসেলের আরেকটি হার
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2016 07:07 PM BdST Updated: 14 Oct 2016 07:07 PM BdST
প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্র ব্যর্থতার বলয়েই বন্দি আছে। আরামবাগ ক্রীড়া সংঘের কাছে এবার ১-০ গোলে হেরেছে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা।
এ নিয়ে চলতি মৌসুমে লিগে ১০ ম্যাচের সাতটিতেই হারল শেখ রাসেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার গতিহীন প্রথমার্ধে শেখ রাসেল বলার মতো সুযোগ তৈরি করে ৩০তম মিনিটে। তবে মিঠুন চৌধুরীর ভলি তার এক সতীর্থের পায়ে লেগে লক্ষভ্রষ্ট হয়।
সাত মিনিট পর চিয়াগো তাইসনের দারুণ গোলে এগিয়ে যায় আরামবাগ। আব্দুল্লাহর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের একটু ওপর থেকে ব্রাজিলের এই মিডফিল্ডারের বাঁ পায়ের শট মোনায়েম খান রাজুর গায়ে লেগে ঠিকানা খুঁজে যায়।
৫৭তম মিনিটে শাখাওয়াত হোসের রনির ভলি লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরা হয়নি শেখ রাসেলের। ৬৯তম মিনিটে রনির শট ফিরিয়ে আরামবাগের ত্রাতা গোলরক্ষক পাপ্পু হোসেন। পরে আর ম্যাচে ফেরা গোলের দেখা পায়নি শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
১০ ম্যাচ খেলে শেখ রাসেলের পয়েন্ট ৫। এই নিয়ে তৃতীয় জয় পাওয়া আরামবাগের পয়েন্ট ১৪।
সর্বাধিক পঠিত
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা