ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারেন তিতে: নেইমার

তিতেই পারবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে, মনে করেন দেশটির ফরোয়ার্ড নেইমার। বার্সেলেনার এই তারকা ফুটবলার জানান, যে সব কোচের সঙ্গে তিনি কাজ করেছেন তাদের মধ্যে ব্রাজিলের বর্তমান কোচ অন্যতম সেরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 09:20 AM
Updated : 14 Oct 2016, 09:20 AM

গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর দুঙ্গাকে বরখাস্ত করে তিতেকে কোচের দায়িত্ব দেয় ব্রাজিল।

তিতে দায়িত্ব পাওয়ার পর ব্রাজিল টানা চারটি ম্যাচ জিতে। রাশিয়া ২০১৮ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দশম রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে ১ পয়েন্ট বেশি তাদের। সব মিলিয়ে তিতের কাজে মুগ্ধ নেইমার। 

“তিতের আগমন জাতীয় দলকে বদলে দিয়েছে, তবে আবহ বদলায়নি। কোচ হিসেবে তিতে আমাকে বিস্মিত করেছেন। তিনি সবচেয়ে প্রস্তুত কোচদের মধ্যে একজন। আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে অন্যতম সেরা কোচ।”

“তিতের অধীনে খেলাটা দারুণ। আমি খুব নিশ্চিত তিনি আমাদের বিশ্বকাপে নিয়ে যাবেন, সম্ভবত শিরোপাও জেতাবেন।”

২০০২ সালের পর আর বিশ্বকাপ না জেতা ব্রাজিল বাছাইপর্বের পরের ম্যাচে আগামী ১০ নভেম্বর বেলো হরিজন্তেতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।