ইতালির হয়ে খেলতে চান ব্রাজিলের তেলেস

জন্ম, বেড়ে ওঠা, ফুটবলে হাতেখড়ি ও পেশাদার খেলোয়াড় হয়ে ওঠা- সবই ব্রাজিলের মাটিতে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে জন্মভূমির হয়ে নয়, ইতালির হয়ে খেলতে চান আলেক্স তেলেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2016, 03:26 PM
Updated : 13 Oct 2016, 03:26 PM

শৈশবের ক্লাব জুভেন্তুদেতে পাঁচ বছর কাটানোর পর ২০১৩ সালে ব্রাজিলের আরেক ক্লাব গ্রেমিওতে যোগ দেন তেলেস। পরের বছর তুরস্কের ক্লাব গালাতাসারাই, ওখান থেকে গত মৌসুমটা ইতালির ক্লাব ইন্টার মিলানে খেলার পর সম্প্রতি পোর্তোয় যোগ দেন তিনি।

পর্তুগালের এই ক্লাবে এরই মধ্যে নিজের জায়গা মজবুত করেছেন ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ইতালি জাতীয় দলে কোচ জামপিয়েরো ভেনতুরার দৃষ্টি আকর্ষণের প্রত্যাশা তার।

সম্প্রতি ইতালির একটি ক্রীড়া পত্রিকাকে তিনি বলেন, “আমি ব্রাজিলিয়ান হতে পারি, কিন্তু আমার পূর্ব পুরষরা ইতালিয়ান এবং আমিও নিজেকে ইতালিয়ান ভাবি।”

“আমার শুধু পোর্তোয় ভালো কিছু করার চিন্তা করতে হবে এবং আমি যদি এখানে ভালো করতে পারি তাহলে কিছু একটা হতে পারে।”