আর্জেন্টিনার বাজে ফর্মে উদ্বিগ্ন মাসচেরানো

সম্প্রতি আর্জেন্টিনার বাজে ফর্ম বেশ ভাবিয়ে তুলেছে হাভিয়ের মাসচেরানোকে। প্যারাগুয়ের বিপক্ষে হেরে যাওয়ার পর বিশ্বকাপের বাছাইপর্ব উতরানো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির এই তারকা মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2016, 11:52 AM
Updated : 13 Oct 2016, 12:02 PM

নিজেদের সবশেষ ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে চোটে পড়া লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা। এর আগে টানা দুই ম্যাচে ড্র করেছে এদগার্দো বাউসার দল।

প্যারাগুয়ের কাছে হেরে যাওয়া ম্যাচ শেষে মাসচেরানো বলেন, “আপনি যখন বাজেভাবে খেলবেন, তখন আপনি আলো দেখবেন না। আমরা পয়েন্ট হারাচ্ছি আর এটা আমাদের মূল পর্বে যাওয়াটা কঠিন করে দিচ্ছে।”

“আমরা খুব বাজে একটি ম্যাচ খেলেছি। আমরা বিশৃঙ্খল ছিলাম। আমরা চাপের মধ্যে খেলেছি, আমরা চাপের মুখে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কোনো পরিকল্পনা ছিল না। এই অবস্থা নিয়ে আমরা একবার পার পেতে পারি, হয়ত দুবার পার পেতে পারি কিন্তু সব সময় নয়। আমরা দুটি বাজে ম্যাচ খেলেছি।”

প্যারাগুয়ের জয় প্রাপ্য ছিল বলেই মনে করেন মাসচেরানো।

“প্যারাগুয়ে আমাদের উড়িয়ে দিয়েছে। ফল ঠিক আছে। ড্র করা বা তাদের হারানোর মতো যথেষ্ট ভালো আমরা খেলতে পারিনি। গোলের সামনে ভুলগুলো ছিল ব্যক্তিগত কিন্তু আমরা শুধু গোল করতে না পারার কারণে হারিনি।”