হ্যান্ডবলে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পরে ভারতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশের যুবারা। আইএইচএফ ট্রফির ফাইনালে ৪৬-২৫ গোলে হেরে গেছে ইমরান-রবিউলরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2016, 09:59 AM
Updated : 13 Oct 2016, 12:59 PM

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার এক সময় বাংলাদেশ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ২০-১০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৬ গোল করেন সোহেল। এছাড়া মোহাম্মদ শাকির ৫টি, লুসাই ৪টি, রবিউল আওয়াল ৩টি গোল করেন।

ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-২১ বছর বয়সী ছেলেদের এই প্রতিযোগিতায় যাত্রা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৬-১৭ গোলে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে উঠে।

এরপর শ্বাসরুদ্ধকর সেমি-ফাইনালে পাকিস্তানকে ৩৫-৩০ গোলে হারিয়ে প্রথমবারের মতো আইএইচএফ ট্রফির ফাইনালে ওঠে যুবারা।

মধ্য ও দক্ষিণ এশিয়ার দলগুলো নিয়ে হওয়া এ প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ায় পরের পর্বে খেলার সুযোগ পাবে না বাংলাদেশের যুবারা। প্রতিটি আঞ্চলিক প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের নিয়ে হয় পরের পর্ব।