শীর্ষে ব্রাজিল, তবু আরও উন্নতি চান তিতে

বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ব্রাজিল। তবে কোচ তিতে মনে করছেন, এখনও অনেক কাজ করতে হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2016, 09:10 AM
Updated : 13 Oct 2016, 09:10 AM

তিন হলুদ কার্ডের খাড়ায় পড়ে নেইমার খেলতে না পারলেও ভেনেজুয়েলার মাঠ থেকে সবশেষ ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে ফেরে ব্রাজিল। তিতের অধীনে বাছাইপর্বে টানা চারটি ম্যাচ জিতল বিশ্বের একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে খেলা দেশটি।

তিতে মনে করেন, রাশিয়া ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য আরও পথ পাড়ি দিতে হবে ব্রাজিলকে।

“আমরা শীর্ষে আছি মানে এই নয় যে, এই অবস্থান নিশ্চিত। এটা আমাদের আত্মবিশ্বাস দেয়। আমরা আবার ধারাবাহিক ছিলাম, কিন্তু এটা মাত্র আরেকটা ধাপ ছিল।”

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দশম রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। ১৭ পয়েন্ট নিয়ে একুয়েডর তৃতীয় ও কলম্বিয়া চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৬।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বেলো হরিজন্তেতে ব্রাজিল তাদের পরের ম্যাচটি খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে আগামী ১০ নভেম্বর। তবে ওই ম্যাচে নয়, মনোযোগ মেরিদাতে ভেনেজুয়েলা ম্যাচেই ছিল বলেই জানান তিতে।

“আমি কেবল ভেনেজুয়েলাকে নিয়েই ভাবছিলাম। আর ভাবছিলাম কঠিন কন্ডিশনে এই ফল এবং পারফরম্যান্স আমাদের কতটা প্রয়োজন।”

তিতে দায়িত্ব নেওয়ার পর থেকে অসাধারণ খেলে চলছে ব্রাজিল। তবে এর কৃতিত্ব খেলোয়াড়দের ভাগ করে করে দেন দেশটির কোচ।