দল থেকে বাদ পড়া মেনে নেবেন আগুয়েরো

জাতীয় দলে সের্হিও আগুয়েরোর গোল-খরা চলছেই। এই অবস্থায় আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা তাকে পরের ম্যাচগুলোর দলে না রাখলে তা মেনে নেবেন তারকা এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2016, 09:51 AM
Updated : 12 Oct 2016, 12:40 PM

নিজেদের মাঠে বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে পারেননি আগুয়েরো।

রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে ৫ ম্যাচ খেলে একটিও গোল পাননি আগুয়েরো। কোপা আমেরিকার শতবর্ষী আসরে ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড মাত্র একটি গোল করেন।

আগামী নভেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দলে ডাক না পেলে বিস্মিত হবেন কিনা প্রশ্নের উত্তরে আগুয়েরো বলেন, “না, কারণ আমি বিষয়গুলো ঠিকভাবে করছি না। আমি যদি পরবর্তী স্কোয়াডে না থাকি, আমি ভালোভাবেই মেনে নেব।”

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দশম রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ২০। ১৭ পয়েন্ট নিয়ে একুয়েডর তৃতীয় ও কলম্বিয়া চতুর্থ স্থানে আছে।