প্যারাগুয়ে ম্যাচের জন্য 'ফিট' আগুয়েরো

চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন সের্হিও আগুয়েরো। বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে প্রস্তুত বলেও জানিয়েছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 03:10 PM
Updated : 11 Oct 2016, 03:10 PM

নিজেদের মাঠে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টায় ম্যাচটি খেলতে নামবে আর্জেন্টিনা।

গত রাউন্ডে পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করে ফেরা ম্যাচে পায়ের পেছনের পেশির সমস্যা নিয়ে ৭৩তম মিনিটে মাঠ ছেড়েছিলেন ম্যানচেস্টার সিটির তারকা আগুয়েরো।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন আর্জেন্টিনার সংবাদপত্র ওলেকে আগুয়েরো বলেন, "আপনি সব সময়ই জাতীয় দলে খেলতে চাইবেন এবং সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি শারীরিকভাবে ভালো বোধ করছি।"

"পেরু ম্যাচের পর সেরে উঠতে দুদিন সময় ছিল আমার। একটু ফুটবল খেলেছিও আমি। সৌভাগ্যক্রমে পেরুর বিপক্ষে ম্যাচের আগে যে ব্যথা ছিল…তা চলে গেছে।"

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৯ রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট নিয়ে একুয়েডর আছে তৃতীয় স্থানে, কলম্বিয়া চতুর্থ স্থানে।

১৯ পয়েন্ট নিয়ে উরুগুয়ে শীর্ষে। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটির বিশ্বকাপে সুযোগ পেতে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে প্লে-অফ খেলতে হবে।