বার্সায় চোটের জোড়া আঘাত

আন্তর্জাতিক বিরতি শেষে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে ব্যস্ত সূচিতে মাঠে নামার আগে খেলোয়াড়দের চোট সমস্যা ভাবাচ্ছে বার্সেলোনাকে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন ক্লাবটির ডাচ গোলরক্ষক ইয়াসপার সিলেসেন ও স্পেনের মিডফিল্ডার সের্হি রবের্তো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 01:53 PM
Updated : 11 Oct 2016, 01:53 PM

নেদারল্যান্ডস দলের সঙ্গে অনুশীলন করার সময় শনিবার হাঁটুতে আঘাত পান গত অগাস্টে বার্সেলোনায় নাম লেখানো সিলেসেন। সোমবার স্ক্যান করানোর পর ২৭ বছর বয়সী এই গোলরক্ষকের ডান পায়ের গোড়ালির গাঁটের লিগামেন্টে চোট ধরা পড়ে।

আয়াক্স থেকে বার্সেলোনায় নাম লেখানোর পর একটি ম্যাচই খেলেছেন সিলেসেন। গত ১০ সেপ্টেম্বর আলাভেসের বিপক্ষে সেই ম্যাচে ২-১ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি।

স্পেন দলের অনুশীলনে চোট পাওয়া রবের্তো আলবেনিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারেননি।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, রবের্তো তার ডান ঊরুর অ্যাবডাক্টর পেশিতে চোট পেয়েছেন।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৮টি ম্যাচ খেলেছেন রবের্তো।

লা লিগায় আগামী শনিবার ঘরের মাঠে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। কাম্প নউতে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি।