নেইমারকে ছাড়াই ভালো করতে প্রত্যয়ী ব্রাজিল

ব্রাজিল দলটিকে অনেকেই নেইমার-নির্ভর মনে করেন। ভেনেজুয়েলার বিপক্ষে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তিদের খেলতে হবে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডকে ছাড়াই। কোচ তিতে মনে করছেন, দলের বাকি সদস্যদের নিজেদের প্রমাণ করার সেরা সুযোগ এটা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 01:42 PM
Updated : 11 Oct 2016, 01:43 PM

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় বুধবার সাড়ে ৬টায় খেলতে নামবে ব্রাজিল।

নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে হলুদ কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন নেইমার।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগের দিন সাংবাদিকদের তিতে বলেন, “নেইমারকে ছাড়াও দলকে অবশ্যই শক্তিশালী হতে হবে। নেইমারের উপর সবকিছু চাপিয়ে দেওয়া অমানবিক।”

দুঙ্গা বরখাস্ত হওয়ার পর নেইমারদের দায়িত্ব নেওয়া তিতে ব্রাজিলকে বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিনটি ম্যাচ জেতান। মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো নতুন কোচের প্রশংসায় পঞ্চমুখ।

গোল ডটকমকে কৌতিনিয়ো বলেন, “দলে আত্মবিশ্বাস ফিরে এসেছে। আমরা পজিশনিং আর ট্যাকটিকস নিয়ে অনেক অনুশীলন করছি। ম্যাচে সবকিছুই অনুশীলনের মতো হয়েছে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিতে এমন একজন কোচ যিনি সব খেলোয়াড়দের মনোযোগী রাখেন; সবাই নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে।”

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। শীর্ষে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯। ১৬ পয়েন্ট নিয়ে একুয়েডর আছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে কলম্বিয়া আর পঞ্চম স্থানে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটির বিশ্বকাপে সুযোগ পেতে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে প্লে-অফ খেলতে হবে।