হ্যান্ডবলে হার দিয়ে শুরু বাংলাদেশের যুবাদের

ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশের যুবারা দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি। আইএইচএফ ট্রফি হ্যান্ডবলে ইমরানদের শুরুটা হয়েছে ৫১-৩১ গোলের হার দিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2016, 08:45 AM
Updated : 9 Oct 2016, 08:45 AM

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার ম্যাচের প্রথমার্ধে ২৫-১৫ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।

অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের নিয়ে হওয়া ছেলেদের প্রতিযোগিতায় হার দিয়ে শুরু হওয়ায় রক্ষণের দায়টা বেশি দেখছেন কোচ কামরুল ইসলাম কিরণ।

“আজকে ছেলেরা একটু বেশি মিস করেছে। প্রথমার্ধের শেষ দিকে আমরা ভালোভাবে রক্ষণও করতে পারিনি। গোলকিপারও ঠিকমতো ডাইভ দিতে পারেনি। আসলে ভারত আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল।”

আগামী মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমি-ফাইনালে উঠতে হলে এ ম্যাচের জয়ের কোনো বিকল্প নেই।

অধিনায়ক মোহাম্মদ ইমরান ভারত ম্যাচের ব্যর্থতা শুধরে শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যয় জানালেন।

“শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়াটা আমাদের কাছে লজ্জার হবে। আশা করি, আমরা সেরাটা দিয়ে ওদের হারিয়ে সেমিতে উঠতে পারব।”