ভুটানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আশা সেইন্টফিটের

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে শুক্রবার ভুটান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ টম সেইন্টফিট আশাবাদী, মাঠের লড়াইয়ে নামার আগে দেশটির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে তার শিষ্যরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2016, 05:08 PM
Updated : 7 Oct 2016, 05:09 PM

আগামী রোববার সন্ধ্যা ছয়টায় থিম্পুতে মুখোমুখি হবে দুই দল। গত সেপ্টেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

তিন দিন আগে ভুটান যাওয়ায় সেখানকার ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আশাবাদী সেইন্টফিট। তবে খেলা সন্ধ্যায় বলে একটু দুর্ভাবনাও আছে তার।

“আমাদের হাতে এখনও তিন দিন সময় আছে। আশা করি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব। এটা আমার জন্যও শেষ চ্যালেঞ্জ। ফুটবলাররা সবাই এ ম্যাচের দিকে চেয়ে আছে।”

“এখানে দিনের বেলা তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সন্ধ্যার পর ১১-১২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর বাংলাদেশের জন্য খেলা সমস্যা হবে।”