জিকোকে ছাড়িয়ে গেলেন নেইমার

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলার পাশাপাশি একটি গোল করে জিকোকে ছাড়িয়ে এককভাবে ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2016, 07:05 AM
Updated : 7 Oct 2016, 01:15 PM

নাতালের দাস দুনাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ব্রাজিলের ৫-০ গোলের জয়ের ম্যাচে ফিলিপে লুইস আর গাব্রিয়েল জেসুসের গোল বানিয়ে দেওয়ার আগে দলকে এগিয়ে নেন নেইমার।

গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। একাদশ মিনিটে শুরুটা করেন নেইমারই। ডিফেন্ডার রোনাল্দ রালদেসের পা থেকে বল কেড়ে বাড়ান জেসুসকে। বলটা ফেরত পেয়ে ডি-বক্সে পৌঁছে যাওয়া নেইমারকে ফাঁকা জালে কেবল তা পাঠাতে হয়।

ব্রাজিলের হয়ে ৪৯তম গোল বার্সেলোনার তারকা ফরোয়ার্ড ছাড়িয়ে যান ‘সাদা পেলে’ হিসেবে পরিচিত অ্যাটাকিং মিডফিল্ডার জিকোকে।

নেইমারের সামনে এখন রোমারিও, রোনালদো আর পেলেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। ৭৭ গোল নিয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা অনেকের মতেই সর্বকালের সেরা ফুটবলার পেলে। ৬২ গোল নিয়ে তার পরেই আছেন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো। তার পরে থাকা রোমারিওর গোল ৫৫টি।