কৌতিনিয়োকে নিয়ে ব্রাজিল কোচের উচ্ছ্বাস

বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে ফিলিপে কৌতিনিয়োকে নিয়ে উচ্ছ্বসিত তিতে। উইলিয়ানের জায়গায় লিভারপুলের তারকা এই মিডফিল্ডারকে শুরুর একাদশে খেলানোর কথা জানিয়েছেন ব্রাজিলের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2016, 12:32 PM
Updated : 6 Oct 2016, 12:32 PM

নিজেদের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি ব্রাজিল খেলতে নামবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল পৌনে সাতটায়। ভেনেজুয়েলার মাঠে পরের ম্যাচটি আগামী বুধবার খেলবেন নেইমাররা।

দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচে চেলসির মিডফিল্ডার উইলিয়ানকেই বেছে নিয়েছিলেন তিতে। তবে বদলি হিসেবে নেমে কৌতিনিয়ো যেমন খেলেছেন তাতে মুগ্ধ হন ব্রাজিলের নতুন কোচ।

“কৌতিনিয়োর দুই ম্যাচে খেলা…তার মুহূর্ত, তার কাজ ছিল দক্ষতার সঙ্গে করা; এগুলো শুধু প্রতিপক্ষ ক্লান্ত ছিল বলেই নয়।”

“আমার জন্য কঠিন এক সিদ্ধান্ত ছিল এটা, কিন্তু এখন কৌতিনিয়োর সময়। আর ফুটবলে আপনাকে সময়কে অনুসরণ করতে হবে।”

তিতে দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচে একুয়েডরকে ৩-০ গোলে আর কলম্বিয়াকে ২-১ গোল হারায় ব্রাজিল। ৫৫ বছর বয়সী এই কোচ দলকে এই মানের খেলাই খেলতে দেখতে চান।

“একুয়েডরের বিপক্ষে ৩ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনার বিপেক্ষ ৩ পয়েন্ট পাওয়ার মতোই। লক্ষ্য হচ্ছে বাছাইপর্ব উতরানো।”

রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলে ৮ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উরুগুয়ে।