ব্যালন ডি’অর জিততে ‘এগিয়ে’ রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2016 05:08 PM BdST Updated: 04 Oct 2016 05:08 PM BdST
শিরোপা সাফল্যের বিবেচনায় এ বছরের ব্যালন ডি’অর ক্রিস্তিয়ানো রোনালদোর জেতার সম্ভাবনা আছে বলে মনে করেন বার্সেলোনার সাবেক তারকা খেলোয়াড় চাভি।
জুলাইয়ে পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করতে নেতৃত্ব দেওয়া রোনালদো গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সবশেষ ২০১৪ সালে ফিফা ব্যালন ডি’অর জেতা রোনালদো এই দুই সাফল্যের কারণেই এবার আবার জিততে পারেন বলে মনে করেন চাভি।
অ্যামস্টারড্যামে এক অনুষ্ঠানে চাভি বলেন, “এ বছরের ব্যালন ডি’অর জিততে ক্রিস্তিয়ানোর অনেক নম্বর আছে। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো জিতেছে সে।”
“তবে লড়াইটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও আমি মনে করি। কারণ অবশ্যই মেসিও (লড়াইয়ে) আছে।”
গত মাসে অবশ্য চাভির মত ছিল ভিন্ন। ‘যে ফুটবল পছন্দ করে’ সে রোনালদোর চেয়ে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকেই এগিয়ে রাখবে বলে মন্তব্য করেছিলেন তিনি। এতে ক্ষোভ প্রকাশ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। সেই সঙ্গে কখনও ব্যালন ডি’অর জিততে না পারার বিষয়ে স্পেনের সাবেক মিডফিল্ডারকে খোঁচাও মারেন তিনি।
গত ছয় বছর ধরে ফ্রান্স ফুটবল ও ফিফা মিলে ‘ফিফা ব্যালন ডি’অর’ দিত বিশ্বের সেরা ফুটবলারকে। তবে সম্প্রতি ফিফার সঙ্গে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে চুক্তি শেষ হওয়ার কথা জানিয়ে আবার নিজেদের ‘ব্যালন ডি’অর’ পুরস্কারে ফিরে যাওয়ার কথা জানায় সাময়িকীটি।
গত আট বছর ‘ফিফা ব্যালন ডি’অর’ অথবা আলাদাভাবে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি অর’ পুরস্কার ভাগাভাগি করে নেন মেসি ও রোনালদো। এর মধ্যে মেসি জেতেন পাঁচ বার; রোনালদো তিন বার।
-
ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
-
চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
-
কাবরেরার ধাঁচে অভ্যস্ত হচ্ছেন সাদ-হেমন্তরা
-
এমবাপের সিদ্ধান্ত জানেন না পিএসজি কোচ
-
বরুশিয়া ডর্টমুন্ডের কোচ বরখাস্ত
-
‘কঁতে আমাদের নেইমার-এমবাপে’
-
ব্রাজিলিয়ান ক্লাব মিনেইরোর অজেয় রেকর্ড
-
‘গ্যারেথ বেল সবসময় রিয়ালের সমর্থকদের হৃদয়ে থাকবে’
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের