ইংল্যান্ড দলে ফিরলেন র্যাশফোর্ড
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2016 06:16 PM BdST Updated: 03 Oct 2016 06:21 PM BdST
এক ম্যাচ পর জাতীয় দলে ফিরলেন মার্কাস র্যাশফোর্ড। ইংল্যান্ড দলে আরও ফিরেছেন জেসে লিনগার্ড ও গ্লেন জনসন। বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য এই তিন জনকে নিয়ে দল ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত কোচ গ্যারেথ সাউথগেট।
কয়েক দিন আগে ইংল্যান্ডের কোচের পদ থেকে বরখাস্ত হওয়া স্যাম অ্যালারডাইস একবারই দল দিয়েছিলেন। সেই দলে ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড র্যাশফোর্ড।
ইউনাইটেডের ২৩ বছর বয়সী মিডফিল্ডার লিনগার্ড এর আগে একবারই ইংল্যান্ড দল ডাক পেয়েছিলেন, গত বছরের নভেম্বরে। সেবার অবশ্য মাঠে নামা হয়নি তার।
সাউথগেটের দলে বড় চমক স্টোক সিটির ডিফেন্ডার গ্লেন জনসনের ফেরা। ২০১৪ বিশ্বকাপে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচের পর আর ইংল্যান্ডের হয়ে খেলেননি তিনি।
অ্যালারডাইস বরখাস্ত হওয়ার পর সাময়িকভাবে তার জায়গায় সাউথগেটকে দায়িত্ব দেয় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
ওয়েম্বলিতে আগামী বুধবার মাল্টার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। তিন দিন পর বাছাইপর্বের পরের ম্যাচটি স্লোভেনিয়ার মাঠে খেলবে ওয়েইন রুনিরা।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের