ইংল্যান্ড দলে ফিরলেন র‌্যাশফোর্ড

এক ম্যাচ পর জাতীয় দলে ফিরলেন মার্কাস র‌্যাশফোর্ড। ইংল্যান্ড দলে আরও ফিরেছেন জেসে লিনগার্ড ও গ্লেন জনসন। বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য এই তিন জনকে নিয়ে দল ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত কোচ গ্যারেথ সাউথগেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2016, 12:16 PM
Updated : 3 Oct 2016, 12:21 PM

কয়েক দিন আগে ইংল্যান্ডের কোচের পদ থেকে বরখাস্ত হওয়া স্যাম অ্যালারডাইস একবারই দল দিয়েছিলেন। সেই দলে ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড র‌্যাশফোর্ড।

ইউনাইটেডের ২৩ বছর বয়সী মিডফিল্ডার লিনগার্ড এর আগে একবারই ইংল্যান্ড দল ডাক পেয়েছিলেন, গত বছরের নভেম্বরে। সেবার অবশ্য মাঠে নামা হয়নি তার।

সাউথগেটের দলে বড় চমক স্টোক সিটির ডিফেন্ডার গ্লেন জনসনের ফেরা। ২০১৪ বিশ্বকাপে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচের পর আর ইংল্যান্ডের হয়ে খেলেননি তিনি।

অ্যালারডাইস বরখাস্ত হওয়ার পর সাময়িকভাবে তার জায়গায় সাউথগেটকে দায়িত্ব দেয় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

ওয়েম্বলিতে আগামী বুধবার মাল্টার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। তিন দিন পর বাছাইপর্বের পরের ম্যাচটি স্লোভেনিয়ার মাঠে খেলবে ওয়েইন রুনিরা।