রোনালদোদের আরও ‘কার্যকর’ হতে বললেন জিদান

লা লিগায় টানা জয়ের রেকর্ড গড়া রিয়াল মাদ্রিদই টানা তিন ম্যাচে হোঁচট খেয়েছে। দলের এমন পারফরম্যান্সের পর অবশ্য নির্দিষ্টভাবে কারও সমালোচনা করেননি জিনেদিন জিদান। তবে তারকা খেলোয়াড়দেরকে প্রতিপক্ষের গোলমুখে আরও কার্যকর হওয়ার পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 06:38 PM
Updated : 1 Oct 2016, 06:38 PM

লা লিগায় গত দুই রাউন্ডে ভিয়ারিয়াল ও লাস পালমাসের সঙ্গে এবং গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে রিয়াল। এই ম্যাচগুলোয় ফল পক্ষে না থাকলেও দলের খেলা নিয়ে অবশ্য সন্তুষ্ট জিদান।

রোববার এইবারের বিপক্ষে লা লিগার ম্যাচ সামনে রেখে তারকা শিষ্যদের কাছে নিজের চাওয়াটা জানান জিদান।

“জিততে হলে আমাদের সুযোগ তৈরি করতে হবে। আমরা এটাই করে আসছিলাম; কিন্তু আমাদের আরেকটু বেশি কার্যকর হতে হবে।”

নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা ক্রিস্তিয়ানো রোনালদোর প্রসঙ্গে জিদান বলেন, “ক্রিস্তিয়ানোর সেরা রূপে ফেরা নিয়ে আমি চিন্তিত নই। সে কঠোর পরিশ্রম করছে। তার ফর্ম ভালো থেকে আরও ভালো হচ্ছে।”

“সে যদি গোল না করে, লোকে সবসময় বলে সে খারাপ খেলেছে। বিষয়টা আমি ওভাবে দেখি না। সে প্রতিদিনই একটু একটু করে আরও উন্নতি করছে।”

‘বিবিসি’ ত্রয়ীর করিম বেনজামাকে নিয়েও দুর্ভাবনা নেই বলেন জানান জিদানে।

রোববার বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে এইবারের মুখোমুখি হবে রিয়াল।