স্পেন দলে ফিরলেন ইনিয়েস্তা

স্পেন দলে ফিরেছেন চোটের কারণে গত মাসে দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলতে না পারা আন্দ্রেস ইনিয়েস্তা। তবে হুলেন লোপেতেগির স্কোয়াডে জায়গা হয়নি সেস ফাব্রেগাস ও হুয়ান মাতার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2016, 04:14 PM
Updated : 30 Sept 2016, 04:15 PM

রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ইতালির মুখোমুখি হবে স্পেন। ইতালির কাছে হেরেই ২০১৬ ইউরোর শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল তারা। আগামী ৯ অক্টোবর আলবেনিয়ার মাঠে খেলতে নামবে ইনিয়েস্তারা।

হাঁটুর চোট কাটিয়ে ইনিয়েস্তা ফেরায় দারুণ খুশি স্পেনের কোচ লোপেতেগি।

“আন্দ্রেসের ফেরাটা আমাদের জন্য দারুণ খবর। সে চোট পেয়েছিল। তাকে ফিরে পেয়ে আমরা খুশি। সে নিয়মিত খেলছে। ইতালির মুখোমুখি হতে সেরা খেলোয়াড়দের প্রয়োজন আমাদের।”

নাপোলির উইঙ্গার হোসে কায়েহনকে দলে নিয়েছেন লোপেতেগি। স্পেনের হয়ে গত বছরের নভেম্বরে সবশেষ মাঠে নামা কায়েহন নাপোলির হয়ে মৌসুমের শুরুটা ভালো করার পুরস্কার পেলেন। সেরি আতে ৬টি ম্যাচ খেলে ৫ গোল করেন তিনি।

কায়েহন সুযোগ পাওয়ায় জায়গা হারান ভালেন্সিয়া থেকে এই গ্রীষ্মে বার্সেলোনায় নাম লেখানো ফরোয়ার্ড পাকো আলকাসের।

সেভিয়ার গোলরক্ষক সের্হিও রিকোর সঙ্গে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ইসকো ও ডিফেন্ডার নাচো।