শেষে এসে পারল না বাংলাদেশ

স্বপ্ন পূরণের পথে দারুণভাবে এগিয়েও যাচ্ছিল আশরাফুল-রোমানরা। কিন্তু শেষের বাঁশি বাজার ৩ সেকেন্ড আগে গোল খেয়ে স্বপ্ন গুঁড়িয়ে গেল বাংলাদেশের। ৫-৪ গোলে জিতে অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপ হকির চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2016, 10:49 AM
Updated : 30 Sept 2016, 01:50 PM

রানার্সআপ হওয়া বাংলাদেশ গ্রুপ পর্বে আশরাফুলের হ্যাটট্রিকসহ চার গোলে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল ভারতকে। সম্ভাবনা জাগিয়েও গ্রুপ পর্বের ফলের পুনরাবৃত্তি করতে পারেননি কাওসার আলীর শিষ্যরা।

ভারতকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে পুল ‘এ’ এর চ্যাম্পিয়ন হয়। এরপর ৬-১ গোলে চাইনিজ তাইপেকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। তবে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার শুরু থেকে বাংলাদেশের রক্ষণে চাপ সৃষ্টি করে ভারত। তবে খেলার ধারার বিপরীতে বাংলাদেশই এগিয়ে যেতে পারত; আশরাফুল ইসলামের হিটে রোমান সরকারের ফ্লিক লক্ষ্যে থাকেনি।

দুই মিনিট পর প্রথম পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি ভারতও। প্রচণ্ড গরমের কারণে অষ্টাদশ মিনিটে কুলিং ব্রেকের পর কনজেংবাম সিংয়ের ফ্লিক ফিরিয়ে বাংলাদেশের ত্রাতা গোলরক্ষক ইয়াসিন আরাফাত।

২০তম মিনিটে প্রথম পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। রাব্বীর পুশ নাইমের স্টপে আশরাফুলের হিট প্রতিহত হওয়ার পর রোমানের হিট ঠিকানা খুঁজে পেলে উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারি। তবে পরের মিনিটে শিভাম আনন্দের রিভার্স হিট ভারতকে সমতায় ফেরায়।

৩৫তম মিনিটে দারুণ এক গোলে স্কোরলাইন ২-১ করে নেয় বাংলাদেশ। সবুজ রহমানের পুশে ফ্লিক করে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ মহসিন।

৪৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে হারদিক সিং ভারতকে সমতায় ফেরানোর পাঁচ মিনিট পর রক্ষণ ও গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দিলপ্রিত সিং দলকে এগিয়ে নেন।

৫৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান আশরাফুল। যথারীতি রাব্বীর পুশ নাইম স্টপ করার পর নিখুঁত হিটে লক্ষ্যভেদ করেন এই পেনাল্টি কর্নার স্পেশালিস্ট। দুই মিনিট পর কনজেংবামের ফিল্ড গোলে স্কোরলাইন ৪-৩ করে নেয় ভারত।

দারুণ উত্তেজনায় ঠাসা ম্যাচে আশরাফুলের হিট ফেরার পর মাহাবুব ফিরতি হিটে ৬৪তম মিনিটে সমতায় ফেরান বাংলাদেশকে। খেলা শেষের ৩ সেকেন্ড আগে অভিষেক স্কোরলাইন ৫-৪ করার পর পরই শিরোপা জয়ের আনন্দে ভাসে ভারত।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। ২০০১ সালে প্রতিযোগিতাটির প্রথম আসরে শিরোপা জিতেছিল তারা।

শুক্রবার ওমানকে ২-১ গোলে হারিয়ে চীন পঞ্চম আর চাইনিজ তাইপেকে ১৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে তৃতীয় হয়েছে পাকিস্তান।