জয় বার্সেলোনারই প্রাপ্য ছিল: এনরিকে

বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে বার্সেলোনা কষ্টে জিতলেও শিষ্যদের খেলায় খুশি লুইস এনরিকে। দল যেমন খেলেছে তাতে জয়টি প্রাপ্য ছিল বলেই মনে করেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2016, 10:00 AM
Updated : 29 Sept 2016, 11:06 AM

প্রতিপক্ষের মাঠ থেকে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ২-১ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে ৬৫তম মিনিটে সমতায় ফেরান মিডফিল্ডার আর্দা তুরান। ৯ মিনিট পর ডিফেন্ডার জেরার্দ পিকে করেন জয়সূচক গোল।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “প্রথমার্ধটা আমরাই নিয়ন্ত্রণ করেছি এবং বেশ কিছু সুযোগ তৈরি করেছি। বিরতির পর আমরা এত সুযোগ তৈরি করিনি, তবে সব মিলিয়ে প্রাপ্য একটি জয়ই ছিল এটা।”

ম্যাচটি সহজ ছিল না বলে উল্লেখ করলেও পিকেও এনরিকের সঙ্গে একমত যে জয়টি তাদের প্রাপ্যই ছিল।

বিন স্পোর্টসকে স্পেনের এই ডিফেন্ডার বলেন, “এটা খুব গুরুত্বপূর্ণ একটি জয়। গ্লাডবাখের বিপক্ষে তাদের মাঠে ম্যাচটি কতটা কঠিন হবে তা আমরা জানতাম। ঘরের মাঠে বুন্ডেসলিগায় তারা সবশেষ ১৬ ম্যাচের ১৪টিতেই জিতেছে। আমি মনে করি, এমন খেলার জন্য কৃতিত্ব প্রাপ্য আমাদের। আমরা দারুণ খেলেছি।”