মুক্তিযোদ্ধার কষ্টের জয়

প্রিমিয়ার লিগে উত্তর বারিধারার বিপক্ষে কষ্টে জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অনিকের একমাত্র গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আব্দুল কাইয়ুম সেন্টুর দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 01:10 PM
Updated : 27 Sept 2016, 11:41 AM

সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার জয়ের পর আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা।

সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল; দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ১৬। উত্তর বারিধারার পয়েন্ট ৩।

গোলশূন্য প্রথমার্ধে অষ্টাদশ মিনিটে মানিকের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড তৌহিদুল আলম তৌহিদ। একটু পর আহমেদ কোলো মুসার শট ফেরান গোলরক্ষক মোহাম্মদ এরশাদ। ৩২তম মিনিটে উত্তর বারিধারার এগিয়ে যাওয়া হয়নি রোহিত সরকারের ক্রসে কলিন্স টিয়েগোর হেড বারে লেগে প্রতিহত হলে।

দ্বিতীয়ার্ধের শুরুতে সিমোনের শট ফিস্ট করে ফিরিয়ে উত্তর বারিধারার ত্রাতা এরশাদ। ৫৭তম মিনিটে বড় ধাক্কা খায় মুক্তিযোদ্ধা। থ্রো ইনের সময় প্রতিপক্ষের ফরোয়ার্ড সেন্টু চন্দ্র সেনের মুখে বল মেরে সরাসরি লালকার্ড দেখেন মোবারক হোসেন ভূইয়া।

দশ জনের দল নিয়েও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখা মুক্তিযোদ্ধা ৬৭তম মিনিটে পায় জয়সূচক গোলটি। বক্সের বাইরে থেকে আলমগীর কবির অনিকের নেওয়া দূরপাল্লার শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে ঠিকানা খুঁজে পায়। লিগে মুক্তিযোদ্ধার এটা চতুর্থ জয়।