তত্তির মাইলফলকের দিনে রোমার হার

ফ্রান্সেসকো তত্তি সেরি আতে আড়াইশ গোলের মাইলফলক ছুঁলেও তোরিনোর কাছে হেরে গেছে তার দল এএস রোমা। আরেক ম্যাচে বোলোনিয়ার সঙ্গে ড্র করেছে ইন্টার মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2016, 06:57 PM
Updated : 25 Sept 2016, 06:57 PM

রোববার প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে হেরেছে রোমা। আর নিজেদের মাঠে বোলোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার।

নিজেদের মাঠে ইতালির ফরোয়ার্ড আন্দ্রেয়া বেলোত্তির গোলে অষ্টম মিনিটেই এগিয়ে যায় তোরিনো। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের মিডফিল্ডার ইয়াগো ফালকে।

তিন মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ১৯৯৩ সালে ১৬ বছর বয়সে সেরি আতে অভিষেক হওয়া তত্তি। ৩৯ বছর বয়সী তত্তি ছাড়া সেরি আতে আড়াইশ গোলের মাইলফলক ছুঁয়েছেন একমাত্র সিলভিও পিওলা। ১৯৫৪ সালে অবসর নেওয়া কিংবদন্তি এই স্ট্রাইকার ইতালির শীর্ষ লিগে মোট ২৭৪ গোল করেন।

৬৫তম মিনিটে তোরিনোর জয় নিশ্চিত করা গোলটি করেন ফালকে।

এই হারের পর রোমার পয়েন্ট ৬ ম্যাচে ১০।

অন্যদিকে, ঘরের মাঠে ম্যাচের চতুর্দশ মিনিটে মাত্তিয়া দেস্ত্রোর গোলে পিছিয়ে পড়ে ইন্টার। ৩৭তম মিনিটে ইভার পেরিসিচের গোলে সমতায় ফেরে তারা।

এই ম্যাচ দিয়ে ইন্টারের জার্সিতে অভিষেক হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল বারবোসার। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

এই ড্রয়ের পর ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার।