‘মেসির সর্বোচ্চ ভালো চায় বার্সেলোনা’

আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসার অভিযোগের জবাবে বার্সেলোনা কোচ লুইস এনরিকের দাবি, লিওনেল মেসির সর্বোচ্চ ভালোটাই চায় ক্লাব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 01:23 PM
Updated : 24 Sept 2016, 01:24 PM

গত বুধবার রাতে কাম্প নউয়ে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। ম্যাচ শেষে ক্লাবের ওয়েবসাইটে মেসির কুঁচকির মাংসপেশি ছিড়ে যাওয়ার খবর দেয় বার্সেলোনা। চোটের কারণে আগামী তিন ম্যাচ খেলতে পারবেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। আগামী মাসে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসির খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাউসার অভিযোগ, মেসিকে চোট থেকে রক্ষা করার জন্য পর্যাপ্ত চেষ্টা করছে না বার্সেলোনা।

শনিবার লা লিগায় স্পোর্তিং গিহনের বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “চারদিকে অনেক ভিন্ন মত ভেসে বেড়াচ্ছে। আমরা ক্লাবে মেসি আর অন্য সব খেলোয়াড়দের সর্বোচ্চ ভালো চাই। … খেলোয়াড়দের চোট সব সময়ই খারাপ খবর।”

“বিশ্বের সেরা খেলোয়াড়ের চোট পাওয়া আমাদের এবং যারা ভালো ফুটবল উপভোগ করে তাদের জন্য খারাপ খবর।”

গত মৌসুমে চোট নিয়ে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিলেন মেসি। সেই সময়ে খেলা ১০ ম্যাচের ৮টিতে জিতেছিল কাতালান ক্লাবটি।

এ মৌসুমেও মেসিকে ছাড়া বার্সেলোনা ভালো করতে পারবে বলে আশা এনরিকের।

“গত মৌসুমে মেসি আড়াই মাসের জন্য বাইরে ছিল। দল সেই সময়ে দারুণভাবে সাড়া দিয়েছে। অবশ্যই আমরা মেসিকে নিয়ে আরও শক্তিশালী, সে বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু যে কোনো দলকেই হারানোর জন্য আমাদের যথেষ্ট সম্পদ আছে।”