‘একমাত্র বার্সাই মেসির যত্ন নিতে পারে’

একমাত্র বার্সেলোনাই লিওনেল মেসির যত্ন ঠিকভাবে নিতে পারে বলে দাবি করেছেন তার সাবেক সতীর্থ সেস ফাব্রেগাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2016, 10:29 AM
Updated : 23 Sept 2016, 10:31 AM

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেন স্পেনের মিডফিল্ডার ফাব্রেগাস। ২৯ বছর বয়সী এই তারকা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে আছেন।

স্পেনের রেডিও কাদেনা কোপেকে ফাব্রেগাস বলেন, “কোনো সন্দেহ ছাড়াই মেসি বিশ্বের সেরা। আমি মনে করি এই ক্লাবই (বার্সেলোনা) বিশ্বের একমাত্র ক্লাব, যারা মেসির যত্ন নিতে পারে। সাম্প্রতিক বছরগুলোয় তারা এটা করেছে।”

“তারা সব সময়ই তার যত্ন নিয়েছে। তার জন্য এটাই সেরা ক্লাব।”

নিজেদের মাঠ কাম্প নউতে গত বুধবার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচের ৫৯তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি।

ম্যাচ শেষে মেসির কুঁচকির মাংসপেশি ছিড়ে যাওয়ার খবর দেয় বার্সেলোনা। আগামী মাসের আন্তর্জাতিক বিরতির আগে হতে যাওয়া বার্সেলোনার তিনটি ম্যাচে খেলতে পারবেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

মেসি চোট পাওয়ার পর তার খবর নেন ফাব্রেগাস।

“আজ আমি মেসির সঙ্গে কথা বলিনি। গতকাল আমি তাকে কেমন আছে জিজ্ঞেস করেছিলাম। সে ভালোই ছিল।…সে দ্রুতই সেরে উঠবে।”