বার্সেলোনার সঙ্গে বুসকেতসের নতুন চুক্তি

সের্হিও বুসকেতসের সঙ্গে নতুন চুক্তি করেছে বার্সেলোনা। এই চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন স্পেনের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2016, 03:49 PM
Updated : 22 Sept 2016, 03:49 PM

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ক্লাবের সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউয়ের উপস্থিতিতে নতুন চুক্তিতে সই করেন বুসকেতস। ম্যাচ খেলার উপর নির্ভর করে মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সুযোগও আছে চুক্তিতে।

২০০৮/০৯ মৌসুমে তখনকার কোচ পেপ গুয়ার্দিওলার অধীনে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় বুসকেতসের। তখন থেকে কাতালুনিয়া ক্লাবটির হয়ে ৩৯০ ম্যাচ খেলে ১২ গোল করেছেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।

২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য বুসকেতস দুই বছর পর দেশকে ইউরো জেতাতেও ভূমিকা রাখেন। বার্সেলোনার হয়ে ছয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২৪টি শিরোপা জিতেছেন তিনি।