বার্সার জয় প্রাপ্য ছিল: এনরিকে

নিজেদের মাঠে এগিয়ে গিয়েও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়তে হওয়ায় হতাশ লুইস এনরিকে। এই ম্যাচে তার দলের জয় প্রাপ্য ছিল বলে মনে করেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2016, 07:02 AM
Updated : 22 Sept 2016, 11:40 AM

কাম্প নউতে গত বুধবার লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। ইভান রাকিতিচের প্রথমার্ধের গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। বার্সেলোনা ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোর হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে আতলেতিকোকে সমতায় ফেরান আনহেল দি কোররেয়া।

ম্যাচ শেষে এনরিকে এটিকে দুর্ভাগ্য বলে উল্লেখ করেন।

“এটাই ফুটবল। এই ধরনের ম্যাচগুলোর ফল খুব সূক্ষ্ম বিষয় দিয়ে নির্ধারিত হয়। তারা ভাগ্যবান যে তারা সুবিধাগুলো নিতে পেরেছে।”

“আমরা যেভাবে খেলেছি সেদিক থেকে জয় প্রাপ্য ছিল আমাদের। আক্রমণভাগে আমরা সেরা দল ছিলাম আর রক্ষণে তারা সেরা ছিল।”

চোট নিয়ে ৫৯তম মিনিটে মাঠ ছাড়তে হয় বার্সেলোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। এটা ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন এনরিকে।

“লিও মাঠ ছাড়ার পর আমাদের জন্য ম্যাচটি কিছুটা কঠিন হয়ে পড়ে।”