মেসিকে ছাড়াই এগিয়ে যাওয়ার প্রত্যয় বার্সা কোচের

চোটের কাছে লিওনেল মেসিকে হারানো বার্সেলোনার জন্য বড় এক ধাক্কা। তবে আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ডকে ছাড়াও ভালোভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন কোচ লুইস এনরিকে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2016, 05:50 AM
Updated : 22 Sept 2016, 11:41 AM

নিজেদের মাঠ কাম্প নউতে গত বুধবার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচের ৫৯তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি।

ম্যাচ শেষে মেসির কুঁচকির মাংসপেশি ছিড়ে যাওয়ার খবর দেয় বার্সেলোনা। আগামী মাসের আন্তর্জাতিক বিরতির আগে হতে যাওয়া বার্সেলোনার তিনটি ম্যাচে খেলতে পারবেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

ক্লাবের টুইটারের মাধ্যমে এনরিকে বলেন, “মেসিকে হারানোর মানে ফুটবলের হেরে যাওয়া। মেসিকে নিয়ে আমরা আরও শক্তিশালী, কিন্তু (মেসিকে হারানোর পরও) আমরা শক্তিশালীই থাকব।”

মেসি মাঠের বাইরে থাকার সময়ে লিগে স্পোর্তিং গিহন ও সেল্তা ভিগো এবং চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামবে কাতালুনিয়া ক্লাবটি।