জয়রথ ছুটছে সিটির, কক্ষপথে ফিরেছে ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2016 03:00 AM BdST Updated: 22 Sep 2016 03:47 AM BdST
পেপ গুয়ার্দিওলার অধীনে জয়রথ ছুটছে ম্যানচেস্টার সিটির। অন্যদিকে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যানচেস্টার সিটির অদম্য ছুটে চলায় সবশেষ সংযোজন লিগ কাপে সোয়ানসি সিটির বিপক্ষে জয়; সোয়ানসিকে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে উঠেছে তারা। গুয়ার্দিওলার অধীনে ইতিহাদ স্টেডিয়ামের দলটির এটা টানা নবম জয়।
আর সব প্রতিযোগিতা মিলিয়ে গত তিন ম্যাচে হারা ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে নর্থ্যাম্পটন টাউনকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে।
প্রতিপক্ষের মাঠে বুধবার সন্ধ্যায় গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯তম মিনিটে সিটিকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার গায়েল ক্লিসি। আর ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্স গার্সিয়া। সিটির মূল দলের হয়ে ১৯ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের এটাই প্রথম গোল।
যোগ করা সময়ে সোয়ানসির একমাত্র গোলটি করেন আইসল্যান্ডের মিডফিল্ডার জিলফি সিগার্ডসন।

দ্বিতীয়ার্ধে সাত মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করে ইউনাইটেড। ৬৮তম মিনিটে স্পেনের মিডফিল্ডার আন্দের এররেরার গোলে ফের এগিয়ে যাওয়ার পর ৭৫তম মিনিটে ব্যবধান বাড়ান দারুণ ছন্দে থাকা ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড।
-
এভারটনকে হারিয়ে ক্ষতে প্রলেপ চেলসির
-
‘রোনালদোর ম্যাচ’ নিয়ে আশায় ইউভেন্তুস কোচ
-
সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’
-
নেপালে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ
-
আফগানদের বিপক্ষে ঘরের মাঠেই খেলতে চায় বাংলাদেশ
-
ক্যারিয়ারের ‘কঠিনতম সময়ে’ ক্লপ
-
সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ সিমেওনে
-
চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ ও নোফেলের জয়
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল