ইলিয়াসুর জোড়া গোলে বিজেএমসির প্রথম জয়

স্যামসন ইলিয়াসুর জোড়া গোলে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বিজেএমসি। উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়েছে তার দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2016, 01:01 PM
Updated : 19 Sept 2016, 01:08 PM

এক মাস বিরতির পর এই ম্যাচ দিয়ে সোমবার লিগের সপ্তম রাউন্ডের খেলা মাঠে গড়ায়। গ্যালারি ছিল যথারীতি দর্শকশূন্য।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশম মিনিটে খালেকুরজ্জামান সবুজের ফ্রি-কিকে মাজহারুল ইসলাম সৌরভের হেড ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় উত্তর বারিধারা।

দুই মিনিট পরই সমতায় ফেরে বিজেএমসি। প্রতিআক্রমণ থেকে সতীর্থের ক্রসে ইলিয়াসুর হেডে পরাস্ত হন গোলরক্ষক মোহাম্মদ রাজীব। প্রথমার্ধের শেষ দিকে ইলিয়াসুর হাত ধরেই এগিয়ে যায় বিজেএমসি। আব্দুল্লাহ আল মামুনের বাড়ানো বল নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

এই নিয়ে লিগে ইলিয়াসুর গোল হলো ৫টি; রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সিও জুনাপিওর সঙ্গে যৌথভাবে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।

৭ ম্যাচে এক জয় ও চার ড্রয়ে ৭ পয়েন্ট বিজেএমসির। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া উত্তর বারিধারার পয়েন্ট ৩।