ইন্টারের মাঠে ইউভেন্তুসের হার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2016 12:40 AM BdST Updated: 19 Sep 2016 12:40 AM BdST
মৌসুমে বাজে শুরুর পর ঘুরে দাঁড়ানো ইন্টার মিলানের সঙ্গে পেরে ওঠেনি ইউভেন্তুস। সেরি আর ম্যাচে প্রতিপক্ষের মাঠে প্রথমে এগিয়ে গেলেও ১০ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে হেরে গেছে প্রতিযোগিতার সফলতম দলটি।
রোববার সন্ধ্যায় ইন্টার নিজেদের মাঠে ২-১ গোলে ইউভেন্তুসকে হারিয়েছে।
প্রথম দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া ইন্টারের এটা লিগে টানা দ্বিতীয় জয়। আর প্রথম তিন ম্যাচে জেতা বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুসের এটা প্রথম হার।
ম্যাচের শুরু থেকে ইন্টার তুলনামূলক ভালো খেললেও প্রথমে গোল পায় ইউভেন্তুস। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৬তম মিনিটে কাছ থেকে বল জালে জড়ান সুইস ডিফেন্ডার স্টেফান লিখস্টেইনার।

গত মৌসুমে নাপোলি থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে যোগ দেওয়া গনসালো হিগুয়াইন ৭৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। কিন্তু পার্থক্য গড়ে দিতে পারেননি আর্জেন্টিনার এই তারকা স্ট্রাইকার।
৯০তম মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার এভার বানেগা দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার।
এই জয়ে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ইন্টার।
শনিবার বোলোনিয়াকে ৩-১ গোলে হারানো নাপোলি ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ইউভেন্তুস দ্বিতীয় স্থানে।
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার